BMET স্মার্ট কার্ড কি? কিভাবে পাবেন?
BMET স্মার্ট কার্ড কি? কিভাবে পাবেন? আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে কোন দেশে অথবা বিদেশ গমনে ইচ্ছুক হয়ে থাকেন। তাহলে অবশ্যই এই বিএমইটি (BMET) স্মার্ট কার্ড থাকতে হবে। এ বিষয়টি আমাদের অনেকেরই অজানা।
আজকে BMET স্মার্ট কার্ড সম্পর্কে বিষদ আলোচনা করব, BMET স্মার্ট কার্ড কি, কারা পাবেন এ কার্ড, কিভাবে পাবেন। প্রবাসী এ বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। এই বিষয়ে জানতে ইচ্ছুক হয়ে থাকলে পোস্টটি আপনার জন্য।
BMET স্মার্ট কার্ড কি?
সমগ্র বাংলাদেশে ৪২টি টিটিসি রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করার কাজে নিয়োজিত এ প্রতিষ্ঠান। সর্বপরি বিদেশ যাওয়ার অনুমতি স্বরূপ স্মার্ট কার্ড প্রদান করে BMET।
বিএমইটি কার্ড ব্যতিত কোন কর্মী বৈধভাবে বিদেশে যেতে পারবেন না। বিদেশ যেতে হলে প্রথমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো হতে এই বিএমইটি কার্ড সংগ্রহ করতে হবে।
BMET স্মার্ট কার্ড কিভাবে পাবেন?
টুরিস্ট ভিসা আরব আমিরাত বা দুবাই যাচ্ছে তারা এই স্মার্ট কার্ড পাওয়ার যোগ্য নয়। এর প্রধান কারণ হচ্ছে আরব আমিরাতের সাথে আমাদের দেশের (বাংলাদেশ) কর্মী ভিসার কোন প্রকার চুক্তি নাই। এর জন্য টুরিস্ট ভিসায় দুবাই যাচ্ছেন তারপর কর্মী ভিসায় রূপান্তরিত হচ্ছে। তবে বাংলাদেশের কিছু কোম্পানী অথবা রিক্রুটিং এজেন্সি বৈধভাবে কর্মীদেরকে আরব আমিরাত পাঠাচ্ছেন।
রিক্রুটিং এজেন্সি গুলো যেভাবে আরব আমিরাত পাঠাচ্ছেন
তারা আরব আমিরাতের কোন প্রতিষ্ঠান থেকে ডিমান্ড লেটার অথবা অফার লেটার নিয়ে আসছেন। মনে করুন প্রোবাংলা দুবাইয়ের একটি প্রতিষ্ঠান সেখানে ৫০ জন কর্মী প্রয়োজন। এ ৫০ জন কর্মীর ডিমান্ড লেটার অথবা চাহিদা পত্র নিয়ে আসছেন বাংলাদেশের যেকোন একটি এজেন্সি।
এরপর এই অফার লেটার যাচাই এবং বাছাইয়ের মাধ্যমে মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি নিচ্চে ঐ বাংলাদেশের এজন্সি। অনুমতি দেওয়ার পর যারা শ্রমিক বা কর্মী হিসেবে আরব আমিরাত যেতে ইচ্ছুক এজেন্সি তাদের মধ্যে সমন্বয় করছেন। এরপর তাদেরকে ভিসা দিচ্ছে ঐ এজেন্সি।
তারপর পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অফিস হতে তিনদিনের ট্রেনিং সম্পন্ন করে সার্টিফিকেট নিতে হবে।
উক্ত ট্রেনিং প্রাপ্ত কর্মী যখন কাগজপত্র ও সার্টিফিকেট দাখিল করবেন। তখন সেখানে ফিঙ্গারপ্রিন্ট নেয়া হবে। সবশেষে ঐ কর্মীকে BMET কার্যালয় হতে একটি স্মার্ট কার্ড বা অনুমতি পত্র প্রদান করবে। এরপর তিনি পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে বৈধভাবে বিদেশ যেতে পারবেন।
আপনি ঘিরে বসে আপনার মোবাইল দিয়ে এখনই রেজিষ্টেশন করুন ।
রেজিষ্টেশন করতে এই লিঙ্কে ক্লিক করুন
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন