শরীয়তপুর সিভিল সার্জন অফিসে দুদকের অভিযান | ACC | Civil Surgeon | Shariatpur |
দুপুরে দুদকের একটি টিম এ অভিযান চালায়। দুদক জানায়, গোসাইরহাটের আলাওলপুর ইউনিয়নের নুসরাত জাহান স্বাস্থ্য সহকারী হিসেবে উত্তীর্ণ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যোগ দেন। তাঁর স্বামীও একই স্থানে চাকরিরত আছেন। নুসরাত বাবার ঠিকানা ব্যবহার করে স্বামীর ঠিকানা গোপন করেছেন। এক স্থানে স্বামী-স্ত্রীর চাকরির নিয়ম নেই। নিয়োগের সময় ৭ জনকে অকৃতকার্য দেখিয়ে নুসরাতকে কৃতকার্য করানোর অভিযোগ আছে সিভিল সার্জনের বিরুদ্ধে। একইসাথে হিসাব রক্ষক ও স্টোর কিপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুদক টিম।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন